সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুরে রোটারি ক্লাব অব সৈয়দপুরের আয়োজনে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৮ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত দিনব্যাপী এ চক্ষু শিবিরের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও ব্রিফ নির্বাহী পরিচালক শাহ আহসান হাবিব।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- নীলফামারী সিভিল সার্জন ডা. আব্দুর রশীদ।
বিশেষ অতিথি ছিলেন- সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গী ও সাংবাদিক এম আর আলম ঝন্টু।
এছাড়াও সংগঠনের চাটার্ড প্রেসিডেন্ট ও বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ সার্জন ডা. শরীফুল আলম চৌধুরী ও ডা. জাহানারা বেগম উপস্থিত ছিলেন।
এ সময় মোট ২শ’ জন রোগীর চক্ষু পরীক্ষা করা হয়। এর মধ্যে কিছু রোগীকে ব্যবস্থাপত্র ও অবশিষ্টদের অপারেশনের জন্য বাছাই করা হয়। যা পরবর্তীতে অপারেশন করা হবে।
শিবিরে চক্ষু পরীক্ষা করেন চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা. শরীফুল আলম চৌধুরী। তাকে সহযোগিতা করেন সৈদপুর সম্মিলিত সামরিক হাসপাতালের ডা. মেজর নূরুল আলম সিদ্দিকী ও ডা. আসলাম উদ্দিন।
বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৬
এজি/পিসি