ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

নূতন সিংহ স্মৃতি স্বর্ণপদক পাচ্ছেন ইউজিসি চেয়ারম্যান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৬
নূতন সিংহ স্মৃতি স্বর্ণপদক পাচ্ছেন ইউজিসি চেয়ারম্যান

মুক্তিযুদ্ধে ও শিক্ষা বিস্তারে অবদানের স্বীকৃতিস্বরূপ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান ‘শহীদ নূতন সিংহ স্মৃতি স্বর্ণপদক-২০১৬’তে ভূষিত হয়েছেন।

ঢাকা: মুক্তিযুদ্ধে ও শিক্ষা বিস্তারে অবদানের স্বীকৃতিস্বরূপ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান ‘শহীদ নূতন সিংহ স্মৃতি স্বর্ণপদক-২০১৬’তে ভূষিত হয়েছেন।
 
শহীদ নূতন সিংহ স্মৃতি সংসদ আগামী ০১ ডিসেম্বর চট্টগ্রামে আবদুল মান্নানকে এ পদক দেওয়ার বিষয়টি ইউজিসি’র অতিরিক্ত পরিচালক ওমর ফারুখ বাংলানিউজকে জানিয়েছেন।


 
বাংলাদেশের গ্রাম অঞ্চলের নারী শিক্ষার উন্নয়নে অনবদ্য অবদান রাখেন নূতন চন্দ্র সিংহ। তার নামে এ পদক চালু করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৬
এমআইএইচ/আরআইএস/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।