নাটোর: নাটোরের বাগাতিপাড়ায় সড়কে নিরাপত্তা দেওয়াসহ অটো চালককে হত্যা চেষ্টাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ-সমাবেশ ও মানববন্ধন করেছে ইজিবাইক সমিতি।
মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার বিহারকোল মোড়ে ইজিবাইক চালক ও মালিকরা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধন শেষে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
এসময় পথচারীসহ এলাকাবাসী সমর্থন জানিয়ে তাদের কর্মসূচিতে অংশ নেন।
সমাবেশে উপজেলা ইজিবাইক সমিতির সভাপতি ইছাহাক আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা ইজিবাইক সমিতির সাংগঠনিক সম্পাদক জীবন আলী, উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুকুল সরকার, এলাকাবাসী আবু রায়হান ও বায়েজিদ বোস্তামী প্রমুখ।
৫ নভেম্বর সন্ধ্যায় চিহ্নিত চার ছিনতাইকারী ইজিবাইক চালক শওকত আলীকে ছুরিকাঘাত করে আহত করে। এর প্রতিবাদ এবং সড়কে চলাচলে নিরাপত্তার দাবি জানান বক্তারা।
এছাড়া ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তারা।
পরে ইউএনও খোন্দকার ফরহাদ আহমদ বরাবর একটি স্মারকলিপি দেন তারা।
বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৬
আরবি/আরএ