যশোরে: যশোরের শার্শা উপজেলায় তাইজুল ইসলাম (৪০) নামে এক হিরোইন ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
এছাড়াও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
বুধবার (০৮ নভেম্বর) বিকেলে যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক মোহাম্মদ সামসুল হক এ রায় দেন।
দণ্ডাদেশপ্রাপ্ত তাইজুল শার্শা উপজেলার শ্যামলাগাছী গ্রামের খায়রুল
ইসলাম বিশ্বাসের ছেলে।
যশোর আদালত পুলিশের পরিদর্শক রেজাউল ইসলাম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
আদালত সূত্র জানায়, ২০০৯ সালের ১১ এপ্রিল ৫০ গ্রাম হেরোইনসহ তাইজুল ইসলামকে আটক করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শার্শা থানায় একটি মামলা করে। দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় মঙ্গলবার বিচারক এ রায় দেন।
বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৬
ইউজি/এজি