বেনাপোল (যশোর): যশোরের বেনাপোলে নুর ইসলাম (৩০) নামে এক যুবক গলায় রশির ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (০৮অক্টোবর) বিকেল ৫টার দিকে নিজ ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে আত্মহত্যা করেন তিনি।
মৃত নুর ইসলাম বেনাপোল পোর্ট থানার পশ্চিম কাগজপুকুর গ্রামের আব্দুল গফুরের ছেলে।
মৃতের পরিবার সূত্র জানায়, নুর ইসলাম দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। তিনি পেশায় কাঠমিস্ত্রি। পারিবারিক অনটনের কারণে ভালো চিকিৎসা নিতে পারেননি। কিন্তু শ্বাসকষ্টের যন্ত্রণা সইতে না পেরে মঙ্গলবার আত্মহত্যা করেন তিনি।
বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৬
এজেউএইচ/এসআর