ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ঈশ্বরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্রের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৬
ঈশ্বরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্রের মৃত্যু

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাসির (১০) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাসির (১০) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

 

মঙ্গলবার (০৮ নভেম্বর) দুপুরে উপজেলার মগটুলা ইউনিয়নের তরফপাছাইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাসির তরফপাছাইল গ্রামের দিনমজুর এখলাছ উদ্দিনের ছেলে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রুহুল আমিন তালুকদার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ইটের ভাটায় বাবাকে খাবার দিতে গিয়ে বিদ্যুতের ছেঁড়া তারে বিদুৎ‍স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় স্কুল ছাত্র নাসির। সে তরফপাছাইল সিরাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৬
এমএএএম/আরআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।