ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে বিজিবির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৬
ফেনীতে বিজিবির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনীতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

ফেনী: ফেনীতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (০৮ নভেম্বর) বিজিবি-৪ ক্যাম্পে কেক কাটা, প্রীতিভোজ ও নানা কর্মসূচির আয়োজন করা হয়।



অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বিজিবির কুমিল্লা সেক্টর সদর দপ্তরের উপ মহাপরিচালক সেক্টর কমান্ডার কর্নেল গাজী মো. আহসানুজ্জামান।

বিশেষ অতিথি ছিলেন- ফেনী জেলা প্রশাসক মো. আমিন উল আহসান, জেলা পরিষদের প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী, সিভিল সার্জন ডা. হাসান শাহরিয়ার আলম, বিজিবি সরাইল গ্রুপ কমান্ডার (বিএসবি) মেজ মো. নাজমুল আলম, র‌্যাব-৭ ফেনীর স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান বিকম, সহকারী পুলিশ সুপার (সার্কেল) আমিরুল আলাম প্রমুখ।
 
এ সময় খেতাবপ্রাপ্ত ৬ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের মধ্যে উপহার বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৬
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।