ঢাকা: এবার বাঘের ভবিষ্যত বাণীতেও আমেরিকার ৪৫তম প্রেসিডেন্ট পদে জিতেছেন ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন। আর ভাল্লুকের পছন্দ হয়েছে রিপাবলিকান পার্টির মনোনীত ডোনাল্ড ট্রাম্পকে।
সাইবেরিয়ার একটি চিড়িয়াখানায় এ জরিপ চালানো হয়।
মঙ্গলবার (০৮ নভেম্বর) আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ভোটগ্রহণ শুরু হয়েছে। এরই মধ্যে নিজ নিজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছেন প্রার্থীরা।
সংবাদমাধ্যমে বলা হয়েছে, সাইবেরিয়ার ওই চিড়িয়াখানায় দু’টি কুমড়ো পাশাপাশি রাখা হয়। যেগুলোর একটিতে ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন এবং অন্যটিতে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মুখচ্ছবি আঁকা হয়।
এরপর বাঘটিতে আমন্ত্রণ জানানো হয়। তখন মেয়ে বাঘ ‘ইউনুনা’ হিলারির ছবি সংবলিত কুমড়োকেই বেছে নেয়।
আর মেরু অঞ্চলের ভাল্লুক ‘ফেলিক্স’কে আমন্ত্রণ জানানো হলে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকেই বেছে নেয় সে।
এর আগে নির্বাচনের আগ মুহূর্তে যুক্তরাষ্ট্রভিত্তিক টেলিভিশন ফক্স নিউজের জরিপেও ৪ পয়েন্ট পেয়ে এগিয়ে রয়েছেন হিলারি।
যেখানে হিলারির পয়েন্ট ছিলো ৪৮ আর ট্রাম্পের সমর্থন ছিলো ৪৪ শতাংশ।
এদিকে ভারতে ‘চানক্য’ মাছের ভবিষ্যদ্বাণীতে এগিয়ে রয়েছেন রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প।
বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৬
এমএ/