ঢাকা: নির্বাচনে হারলে তা হবে অর্থ, শক্তি ও সময়ের অপচয়-এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির মনোনীত প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার (০৮ নভেম্বর) ভোটগ্রহণ শুরুর আগে নির্বাচনী ক্যাম্পেইনে অংশ নিয়ে তিনি বলেন, নির্বাচনে হেরে যাওয়ার ঘটনাকে আমি সহজে মেনে নিতে পারবো না।
ট্রাম্প বলেন, নির্বাচনী ক্যাম্পেইনে অংশ নিতে আমি যুক্তরাষ্ট্রের সব জায়গায় গিয়েছি...। সব পর্যায়ের মানুষের সঙ্গে কথা বলেছি... সবাই অসাধারণ। মূলত আমেরিকানরাই অসাধারণ।
‘যুক্তরাষ্ট্র নিয়ে আমি অনেক আশা ও স্বপ্ন দেখেছি, তবে এগুলো বাস্তবায়নে প্রয়োজন যোগ্য নেতৃত্ব,’ বলেন তিনি।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৬
জেডএস