ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

হেরে গেলে তা হবে অর্থ, শক্তি ও সময়ের অপচয়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৬
হেরে গেলে তা হবে অর্থ, শক্তি ও সময়ের অপচয়

নির্বাচনে হারলে তা হবে অর্থ, শক্তি ও সময়ের অপচয়-এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির মনোনীত প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

ঢাকা: নির্বাচনে হারলে তা হবে অর্থ, শক্তি ও সময়ের অপচয়-এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির মনোনীত প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (০৮ নভেম্বর) ভোটগ্রহণ শুরুর আগে নির্বাচনী ক্যাম্পেইনে অংশ নিয়ে তিনি বলেন, নির্বাচনে হেরে যাওয়ার ঘটনাকে আমি সহজে মেনে নিতে পারবো না।

তবে প্রেসিডেন্ট নির্বাচন দৌড়ে আমার মধ্যে অনেক ‘পরিবর্তন’ এসেছে।

ট্রাম্প বলেন, নির্বাচনী ক্যাম্পেইনে অংশ নিতে আমি যুক্তরাষ্ট্রের সব জায়গায় গিয়েছি...। সব পর্যায়ের মানুষের সঙ্গে কথা বলেছি... সবাই অসাধারণ। মূলত আমেরিকানরাই অসাধারণ।

‘যুক্তরাষ্ট্র নিয়ে আমি অনেক আশা ও স্বপ্ন দেখেছি, তবে এগুলো বাস্তবায়নে প্রয়োজন যোগ্য নেতৃত্ব,’ বলেন তিনি।  

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।