সিলেট: ‘কন্যাশিশুর বিয়ে নয়, করবে তারা বিশ্ব জয়’ এ স্লোগানে সামনে রেখে সিলেট জেলাকে অনুষ্ঠানিকভাবে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করেছে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সংস্কার ও সমন্বয়) এন এম জিয়াউল আলম।
মঙ্গলবার (০৮ নভেম্বর) নগরীর আমানউল্লাহ কনভেনশন সেন্টারে সিলেট জেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
প্রধান অতিথির এন এম জিয়াউল আলম বলেন, প্রবাসী অধ্যুষিত অঞ্চল সিলেট। ফলে এখানে পাত্র ভাল পেলেই অভিভাবকরা প্রাপ্ত বয়স্ক হওয়ার আগেই কিশোরীদের বিয়ে দিতে চান। বর্তমান সরকারের সময়ে বাল্যবিয়ে চ্যাপ্টার থেকে উত্তরণ সম্ভব হচ্ছে।
সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শহীদুল ইসলাম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দীন আহমদ, মহানগর পুলিশ কমিশনার মো. কামরুল আহসান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও পুলিশ সুপার মো. মনিরুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানে ১৩ উপজেলার নির্বাহী কর্মকর্তা, ১৫টি ইউনিয়নের সংশ্লিষ্ট জনপ্রতিনিধি, পুলিশ প্রশাসন, সুশীল সমাজসহ সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন।
বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৬
এনইউ/ওএইচ/আরআই