ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৪ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৬
হবিগঞ্জে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

হবিগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আলাল মিয়া (২৫) নামে এক ডাকাত নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চার পুলিশ সদস্য।

হবিগঞ্জ: হবিগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আলাল মিয়া (২৫) নামে এক ডাকাত নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চার পুলিশ সদস্য।

বুধবার (৯ নভেম্বর) ভোরে হবিগঞ্জ শহরতলীর মাছুলিয়া এলাকার কাছে খোয়াই নদীর তীরে এ বন্দুকযুদ্ধ হয়।  

নিহত আলাল মিয়া সদর উপজেলার সুলতানশী গ্রামের রহমত আলীর ছেলে।
 
আহত পুলিশ সদস্যরা হলেন-সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান ও অরূপ কুমার চৌধুরী এবং কনস্টেবল ইয়াসিন ও কর্ণমনি। তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিনুল হক বাংলানিউজকে জানান, ভোরে খোয়াই নদীর তীরবর্তী মাছুলিয়া এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এসময় পুলিশের একটি দল টহল সেখানে গেলে তারা পুলিশের ওপর হামলা চালায়। আত্মরক্ষার্থে পুলিশ এসময় গুলি ছুড়লে ডাকাত দলের বাকি সদস্যরা পালিয়ে যায়। পরে  ঘটনাস্থলে ডাকাত সদস্য আলালের মরদেহ পাওয়া যায়।  

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১০৪৬ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।