সিলেট: সিলেটের গোয়াইনঘাট সীমান্তে বাচ্চু মিয়া (৩০) নামে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছেন ভারতীয় খাসিয়ারা।
বাচ্চু মিয়া উপজেলার পশ্চিম পান্থুমাই গ্রামের কুমিল্লাবস্তি এলাকার গোলাপ মিয়ার ছেলে।
বুধবার (০৯ নভেম্বর) ভোরে উপজেলার সোনারহাট সীমান্তের ১২৬৮ মেইন পিলার সংলগ্ন ৬ নম্বর সাব পিলার এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি-৫ ব্যাটালিয়নের সোনারহাট সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডারের দায়িত্বে থাকা হাবিলদার শফিক মিয়া বাংলানিউজকে বলেন, ভোর সাড়ে ৫টার দিকে সুপারি আনতে সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে অবস্থানকালে খাসিয়ারা তার ওপর গুলি চালান। গুলিবিদ্ধ অবস্থায় নিজ বাড়িতে এসে বাচ্চু মিয়া মারা যান।
নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোয়াইনঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৬
এনইউ/ওএইচ/এএসআর