নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় শাহাদাত হোসেন ভূঁইয়া ওরফে রয়েল (৩২) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে দু’টি দেশি পাইপগান ও ১২ বোর শটগানের দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৮ নভেম্বর) গভীর রাতে উপজেলার নান্দীয়াপাড়ার বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
শাহাদাত উপজেলার রুহুল আমিন নগর গ্রামের মৃত আলী হোসেনের ছেলে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১, সিপিসি-৩, লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর এ এম আশরাফুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে নান্দীয়াপাড়া বাজারের কাছে অভিযান চালায় পুলিশ। এসময় সেখান থেকে দু’টি পাইপগান ও দু’টি কার্তুজসহ রয়েলকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটক যুবকের বিরুদ্ধে সোনাইমুড়ী থানাসহ বিভিন্ন থানায় মামলা রয়েছে। দীর্ঘ দিন ধরে পলাতক ছিলেন তিনি।
বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৬
এজি/এসআই