কুষ্টিয়া: কুষ্টিয়া সরকারি কলেজের ইসলামিক স্ট্যাডিজ বিভাগের চেয়ারম্যান মো. আলী ইশা (৫২) ও তার স্ত্রী সামসুননাহারকে (৪৫) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (০৮ নভেম্বর) দিনগত রাত সাড়ে ৩টার দিকে শহরের হাউজিং এলাকার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
হাসপাতালে চিকিৎসাধীন আলী ইশা বাংলানিউজকে জানান, রাতে চার-পাঁচ জন দুর্বৃত্ত ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি কুপিয়ে জখম করে। তার স্ত্রী বাধা দিতে গেলে দুর্বৃত্তরা তাকেও কুপিয়ে জখম করে। তাদের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন চৌধুরী বাংলানিউজকে জানান, হামলার কারণ এখনো জানা যায়নি। দুর্বৃত্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৬
এজি