যশোরে: যশোরের চৌগাছায় মোটরসাইকেলের ধাক্কায় আনোয়ার হোসেন (৪৫) নামে এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (০৯ নভেম্বর) সকালে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কল্লোল কুমার সাহা বিষয়টি বাংলানিউজকে জানান।
স্বজনরা জানান, মঙ্গলবার (০৮ নভেম্বর) চৌগাছার কমলাপুর ইটভাটার সামনের রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল আনোয়ার হোসেনকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে যশোর জেনারেল হাসপতালে ভর্তি করা হয়। পরে বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৬
ইউজি/বিএসকে