ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ধুনটে ফেনসিডিল-ইয়াবাসহ আটক ৩

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৮ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৬
ধুনটে ফেনসিডিল-ইয়াবাসহ আটক ৩

বগুড়ার ধুনট উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিল ও ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিল ও ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

 

বুধবার (০৯ নভেম্বর) বেলা ১১টার দিকে ধুনট থানা থেকে তিন মাদক ব্যবসায়ীকে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলবার রাতে পার ধুনট গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ধুনট পৌর এলাকার পশ্চিম ভারশাহী গ্রামের বাহাদুর আলীর ছেলে মাসুদ রানা উজ্জল (৩২), সদরপাড়ার উপেন্দ্রনাথ সাহার ছেলে উত্তম কুমার সাহা (৩৫) ও ছব্দের আলীর ছেলে শরীফ উদ্দিন (২৫)।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, তারা দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন। রাতে পুলিশ ক্রেতা সেজে পার ধুনট গ্রাম থেকে তাদের আটক করে।

অপরদিকে, কালেরপাড়া গ্রামের জিল্লার রহমানের ছেলে শামীম হোসেন (২৮) ও থানা পাড়ার মেছের আলীর ছেলে স্বপন মিয়াকে (২৮) বুধবার (০৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালত মাদক সেবনের দায়ে পাঁচ হাজার টাক‍া জরিম‍ানা করেন।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৬
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।