ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিল ও ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বুধবার (০৯ নভেম্বর) বেলা ১১টার দিকে ধুনট থানা থেকে তিন মাদক ব্যবসায়ীকে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।
আটকরা হলেন- ধুনট পৌর এলাকার পশ্চিম ভারশাহী গ্রামের বাহাদুর আলীর ছেলে মাসুদ রানা উজ্জল (৩২), সদরপাড়ার উপেন্দ্রনাথ সাহার ছেলে উত্তম কুমার সাহা (৩৫) ও ছব্দের আলীর ছেলে শরীফ উদ্দিন (২৫)।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, তারা দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন। রাতে পুলিশ ক্রেতা সেজে পার ধুনট গ্রাম থেকে তাদের আটক করে।
অপরদিকে, কালেরপাড়া গ্রামের জিল্লার রহমানের ছেলে শামীম হোসেন (২৮) ও থানা পাড়ার মেছের আলীর ছেলে স্বপন মিয়াকে (২৮) বুধবার (০৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালত মাদক সেবনের দায়ে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৬
এজি