ঢাকা: প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে কথা বলবেন না ডেমোক্রাট পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন।
স্থানীয় সময় মঙ্গলবার (০৮ নভেম্বর) নির্বাচনে ইলেক্টোরাল ভোটে পিছিয়ে যাওয়ার পর বক্তব্য না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
হিলারির নির্বাচনী প্রচারণা শিবিরের চেয়ারপারসন জন পডেসটা মর্থকদের উদ্দেম্যে দেওয়া সংক্ষিপ্ত ভাষণে এমনটাই জানালেন।
সেখানে হিলারিকে সমর্থন দেওয়ার জন্যে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।
এদিকে নির্বাচনে পরাজয়ের পর বিজয়ী প্রার্থী ট্রাম্পের কাছে পরাজয় স্বীকার করে নেন হিলারি।
নির্বাচনের ফলাফলে এ পর্যন্ত ৪১টি অঙ্গরাজ্যের ভোটের প্রাথমিক ফলাফলে ২৭৬ টি ইলেক্টোরাল ভোট পেয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আর হিলারি ক্লিনটন পেয়েছেন ২১৮টি।
নিজ নিজ ঘাঁটি হিসেবে পরিচিত অঙ্গরাজ্যগুলোতে কাঙ্ক্ষিত জয় দু’প্রার্থী তুলে নিলেও কপাল পুড়েছে হিলারির। ফ্লোরিডাসহ ‘ব্যাটেলগ্রাউন্ড স্টেট’ খ্যাত পাঁচটি অঙ্গরাজ্যে বিপুল সমর্থন নিয়ে জয় পেয়েছেন বিভিন্ন সময় বক্তব্যের জন্যে বিতর্কিত ডোনাল্ড ট্রাম্প।
কোন অঙ্গরাজ্যে কতো ইলেক্টোরাল ভোট:
আলবামা-৯, আলাস্কা-৩, আরিজোনা-১১, আরকানসাস-৬, ক্যালিফোর্নিয়া-৫৫, কলোরাডো-৯, কানেক্টিকাট-৭, ডেলাওয়ের-৩, ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া-৩, ফ্লোরিডা-২৯, জর্জিয়া-১৬, হাওয়াই-৪, ইডাহো-৪, ইলিনয়-২০, ইন্ডিয়ানা-১১, আইওয়া-৬, কানসাস-৬, কেন্টাকি-৮, লুইজিয়ানা-৮, মাইনে-৪, ম্যারিল্যান্ড-১০, ম্যাসাচুসেটস-১১, মিশিগান-১৬, মিনেসোটা-১০, মিসিসিপি-৬, মিসৌরি-১০, মনটানা-৩, নেব্রাস্কা-৫, নেভাদা-৬, নিউ হ্যাম্পশায়ার-৪, নিউজার্সি-১৪, নিউ মেক্সিকো-১৪, নিউইয়র্ক-২৯, নর্থ ক্যারোলিনা-১৫, নর্থ ডাকোটা-৩, ওহাইও-১৮, ওকলাহোমা-৭, অরেগন-৭, পেনসিলভানিয়া-২০, রোডে আইল্যান্ড-৪, সাউথ ক্যারোলিনা-৯, সাউথ ডাকোটা-৩, টেনেসে-১১, টেক্সাস-৩৮, উতাহ-৬, ভারমন্ট-৩, ভার্জিনিয়া-১৩, ওয়াশিংটন-১২, ওয়েস্ট ভার্জিনিয়া-৫, উইকনসিন এবং উইয়োমিং-৩।
বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৬/আপডেট: ১৩২৩ ঘণ্টা
এমএ/