ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে গণপ্রকৌশল দিবসে র‌্যালি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৭ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৬
ঝিনাইদহে গণপ্রকৌশল দিবসে র‌্যালি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে র‌্যালি ও সমাবেশ হয়েছে।

ঝিনাইদহ: গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে র‌্যালি ও সমাবেশ হয়েছে।

 

বুধবার ০৯ নভেম্বর) সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

আইডিইবির জেলা সভাপতি সুকণ্ঠ দেব শর্মার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার।

বিশেষ অতিথি ছিলেন আইডিইবির কেন্দ্রীয় সহ সভাপতি মুক্তিযোদ্ধা আবুল হোসেন ও সমাবেশ তত্ত্বাবধানে ছিলেন জেলা সহ সভাপতি মুন্সী আবু জাফর।

এছাড়া অন্যান্যদের মধ্যে জেলা সাধারণ সম্পাদক ইয়াছিন আলীসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।