রংপুর: রংপুরে হত্যার মামলায় হাসেন আলী নামে একজনের ফাঁসি ও পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
এছাড়া অপরাধ প্রমাণিত না হওয়ায় তিনজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
বুধবার (০৯ নভেম্বর) দুপুর ২টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিজ্ঞ বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় দেন।
যাবজ্জীবন প্রাপ্তরা হলেন হানিফ, রাজু মিয়া, রেহেনা, ছালাম ও শহীদুল।
আদালত সূত্রে জানা যায়, ২০০৭ সালে রংপুরের পীরগাছার ছোট ঝিনিয়া গ্রামের বৃদ্ধ আবুল কাসেমের পুকুরপাড়ে মাটি কাটছিলেন প্রতিবেশী হাসেন আলী। যাতে বাধা দেওয়ায় ২৪ জুন বিকেলে হাসান আলীসহ তার লোকজন বৃদ্ধ আবুল কাসেমকে পিটিয়ে আহত করেন। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে রাতে তার মৃত্যু হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হান্নান তদন্ত শেষে একই বছরের ৩০ নভেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন।
বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৬/আপডেট ১৭১৮
এএটি/এমজেএফ/আইএ