খাগড়াছড়ি: রামপাল চুক্তি বাতিল ও সুন্দরবন রক্ষার দাবিতে খাগড়াছড়িতে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ নভেম্বর) সকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে সাইকেল র্যালিটি বের হয়।
এ সময় র্যালিটি বেশ কয়েকটি স্থানে পথসভা করে। পথসভা থেকে রামপাল চুক্তি বাতিল ও সুন্দরবন রক্ষায় সবাইকে সচেতন হতে আহ্বান জানানো হয়।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীর এ র্যালির উদ্বোধন করেন সাংবাদিক মুহাম্মদ আবু দাউদ। এ সময় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা আহ্বায়ক জাহেদ আহম্মেদ টুটুল, কমরেড নাজির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
এসআর