ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সুন্দরবন রক্ষার দাবিতে খাগড়াছড়িতে সাইকেল র‌্যালি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৩ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
সুন্দরবন রক্ষার দাবিতে খাগড়াছড়িতে সাইকেল র‌্যালি ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রামপাল চুক্তি বাতিল ও সুন্দরবন রক্ষার দাবিতে খাগড়াছড়িতে সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

খাগড়াছড়ি: রামপাল চুক্তি বাতিল ও সুন্দরবন রক্ষার দাবিতে খাগড়াছড়িতে সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ নভেম্বর) সকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে সাইকেল র‌্যালিটি বের হয়।

র‌্যালিটি শাপলা চত্বর ও চেঙ্গী স্কোয়ারসহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় র‌্যালিটি বেশ কয়েকটি স্থানে পথসভা করে। পথসভা থেকে রামপাল চুক্তি বাতিল ও সুন্দরবন রক্ষায় সবাইকে সচেতন হতে আহ্বান জানানো হয়।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীর এ র‌্যালির উদ্বোধন করেন সাংবাদিক মুহাম্মদ আবু দাউদ। এ সময় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা আহ্বায়ক জাহেদ আহম্মেদ টুটুল, কমরেড নাজির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।