সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা থেকে সালমা খাতুন (২২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার পৌর এলাকার শ্যামলীপাড়ার একটি ভাড়াটিয়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সালমা খাতুন শ্যামলীপাড়ার মামুন হোসেনের দ্বিতীয় স্ত্রী এবং সলঙ্গা থানার আঙ্গারু গ্রামের ফরিদ হোসেনের মেয়ে। ঘটনার পর থেকে তার স্বামী মামুন পলাতক রয়েছেন।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌশিক আহমেদ বাংলানিউজকে জানান, বেশ কয়েক বছর আগে প্রেমের সম্পর্কের জের ধরে মামুনের সঙ্গে সালমার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে কলহ চলে আসছিল। ঠিকমতো সালমার খাওয়া-পড়ার খরচও দিতেন না মামুন। এ অবস্থায় ভরণপোষণের দাবিতে মামুনের বিরুদ্ধে থানায় মামলা করেন সালমা। বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসার পর শ্যামলীপাড়া মহল্লায় একটি বাড়ি ভাড়া করে দেড় মাস ধরে সালমাকে নিয়ে বসবাস করছিলেন মামুন।
রোববার সকালে এলাকাবাসী ঘরের ভেতরে সালমার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরো জানান, এটি হত্যাকাণ্ড কিনা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
আরএ