বরিশাল: তৃতীয় দিনের মতো চলছে বরিশাল নগরের লাকুটিয়া খালের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান।
এর আগে কীর্তনখোলা নদী থেকে নতুনবাজার হয়ে নতুল্লাবাদ বাসস্ট্যান্ড পর্যন্ত জেল খালে উচ্ছেদ অভিযান চলে।
বর্তমানে চলছে বরিশাল নগরের কাউনিয়া এলাকায় অবস্থিত লাকুটিয়া খালের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান।
জেল খালের প্রথমাংশের অভিযানের মতো এই খালের পাশ থেকেও অবৈধ দখলদাররা নিজ উদ্যোগে তাদের স্থাপনা সরিয়ে নিচ্ছেন।
বরিশাল সিটি করপোরেশন ও বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানের প্রথম দুই দিনে প্রায় তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আহসান হাবিবের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের কর্মীরা অংশ নিয়েছেন।
নগরের মধ্য দিয়ে প্রবাহিত ২৩টি খাল দখলমুক্ত করার উদ্যোগের অংশ হিসেবে মৌজা ও সিএস ম্যাপ অনুযায়ী সরকারি খাস খতিয়ানে থাকা খালগুলো চিহ্নিত করে সীমানা পিলার স্থাপন করার কাজ করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে।
বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
এমএস/এসআই