খাগড়াছড়ি: জলবায়ুর প্রভাব সম্পর্কে জনমত সৃষ্টির লক্ষে খাগড়াছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ নভেম্বর) বেলা ১১টায় শহরের শাপলা চত্বরে সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) যৌথ উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন- নারী নেত্রী নমিতা চাকমা এবং সচেতন নাগরিক কমিটির খাগড়াছড়ি শাখার সদস্য জহুরুল আলম।
গত ৭ নভেম্বর থেকে মরক্কোতে শুরু হয়েছে ২২তম জলবায়ু বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন। সম্মেলনে আইনি বাধ্যবাধকতায় চুক্তির জন্য শিল্পোন্নত দেশগুলোর প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদ টেকসই উন্নয়নের স্বার্থে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত ১৩টি লক্ষ্য নির্ধারণ করেছে।
বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
এনটি