রাঙামাটি: রাঙামাটির কাউখালী উপজেলার সাপছড়ি এলাকায় ট্রাকের চাপায় মাসুদুর রহমান (৩৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (১৪ নভেম্বর) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
কাউখালী থানার উপপরিদর্শক (এসআই) সনৎ বড়–য়া বাংলানিউজকে জানান, সকালে মাসুদুর শহরের কাঠালতলী এলাকা থেকে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে সাপছড়ি এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মাসুদুরের মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
এজি/এসআই