চাঁপাইনবাবগঞ্জ: অযৌক্তিকভাবে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পক্ষ থেকে কর বৃদ্ধির অভিযোগ তুলে মানববন্ধন করেছেন আইনজীবীরা।
সোমবার (১৪ নভেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে জেলা আইনজীবী সমিতি আয়োজিত এ মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন- জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাদিকাতুল বিনা, সাধারণ সম্পাদক আকরামুল ইসলাম, অ্যাডভোকেট মিজানুর রহমান, অ্যাডভোকেট শাহনেওয়াজ খান পান্না, অ্যাডভোকেট রবিউল ইসলাম, নুরুল ইসলাম সেন্টু প্রমুখ।
বক্তারা অবিলম্বে বর্ধিত পৌর কর পুনর্নির্ধারণ করে পৌরবাসীর মধ্যে স্বস্তি ফিরিয়ে আনা আহ্বান জানান।
উল্লেখ্য, তিন মাস ধরে একই দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করে আসছে ‘অযৌক্তিক পৌর ট্যাক্স’ প্রতিরোধ কমিটি।
বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
এনটি/এসআই