লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রাজ্জাক (২০) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার (১৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের রুদ্বেশ্বর গ্রামে নিজ বাড়ির সেচ পাম্পের তারে জড়িয়ে মারা যান তিনি।
নিহত আব্দুর রাজ্জাক ওই গ্রামের মৃত কাশেম আলীর ছেলে। তিনি কাকিনা উত্তরবাংলা বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
কাকিনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহিদুল ইসলাম জানান, আব্দুর রাজ্জাক নিজের সেচ পাম্পের মোটর মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ অবস্থায় পরিবার লোকজন তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
এসআই