ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

রাবি ও রুয়েট ছাত্রলীগের সম্মেলন ৭ ও ৮ ডিসেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
রাবি ও রুয়েট ছাত্রলীগের সম্মেলন ৭ ও ৮ ডিসেম্বর

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শাখা ছাত্রলীগের সম্মেলন আগামী ৭ ও ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শাখা ছাত্রলীগের সম্মেলন আগামী ৭ ও ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

সোমবার (১৪ নভেম্বর) দুপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় দফতর সম্পাদক দেলোয়ার হোসেন শাহাজাদা তথ্যটি জানান।

তিনি জানান, রোববার (১৩ নভেম্বর) ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন উপস্থিত ছিলেন।

সভা থেকে ৭ ডিসেম্বর রাবি ছাত্রলীগ এবং ৮ ডিসেম্বর রুয়েট ছাত্রলীগের সম্মেলন করার সিদ্ধান্ত নেওয়া হয়।  

বিষয়টি দ্রুত চিঠির মাধ্যমে সবাইকে অনুষ্ঠানিকভাবে জানানো হবে বলেও জানান তিনি।

এর আগে গত ২৩ ও ২৪ জুলাই ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি থেকে রাবি ও রুয়েট শাখা ছাত্রলীগের সম্মেলন হওয়ার কথা জানানো হয়েছিলো। কিন্তু পরে তা অনুষ্ঠিত হয়নি।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬

এসএস/এএটি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।