ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় নবান্ন উৎসব মঙ্গলবার

ব্যুরো এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪১ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
খুলনায় নবান্ন উৎসব মঙ্গলবার

নবান্ন উৎসবের সঙ্গে মিশে আছে বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতি। বাঙালির এ ঐতিহ্যকে ধরে রাখার জন্য বর্তমান সরকার দেশব্যাপী বিপুল উৎসাহ-উদ্দীপনার সঙ্গে নবান্ন উৎসব উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে।

খুলনা: নবান্ন উৎসবের সঙ্গে মিশে আছে বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতি। বাঙালির এ ঐতিহ্যকে ধরে রাখার জন্য বর্তমান সরকার দেশব্যাপী বিপুল উৎসাহ-উদ্দীপনার সঙ্গে নবান্ন উৎসব উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) খুলনায় পহেলা অগ্রহায়ণ নবান্ন উৎসব ঘিরে খুলনা জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।

এদিন সকাল ৮টায় খুলনা কালেক্টরেট চত্বর থেকে শহীদ হাদিস পার্ক পর্যন্ত বের করা হবে বর্ণাঢ্য শোভাযাত্রা। সকাল সাড়ে আটটা থেকে দিনব্যাপী শহীদ হাদিস পার্কে অনুষ্ঠিত হবে ‘মেলা ও পিঠা উৎসব’।

একইস্থানে দিনব্যাপী অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং জেলা শিশু একাডেমিতে ‘নবান্ন ও গ্রামীণ বাংলা’ বিষয়ে চিত্রাংকন প্রতিযোগিতা।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
এমআরএম/আরআইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।