মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর সীমান্ত থেকে ১৮ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
সোমবার (১৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কাজিপুর মাথাভাঙ্গা নদীর পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় বোতলগুলো উদ্ধার করা হয়।
৪৭ কাজীপুর বিওপি কমান্ডার হাবিলদার জাকির হোসেন বাংলানিউজকে জানান, দুপুরে বিজিবির একটি টহলদল হাবিলদার জাকির হোসেনের নেতৃত্বে ওই এলাকায় অভিযান চালিয়ে মদের বোতলগুলো উদ্ধার করে। এগুলো ব্যাটালিয়ন সদরে জমা দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
এজি