ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে কমিউনিটি পুলিশিং সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
পঞ্চগড়ে কমিউনিটি পুলিশিং সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘পুলিশই জনতা, জনতাই পুলিশ, এ স্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

পঞ্চগড়: ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ, এ স্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) দুপুরে মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে এ সমাবেশের আয়োজন করা হয়।



পঞ্চগড়ের পুলিশ সুপার (এসপি) মো. গিয়াস উদ্দীন আহমদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সেলিনা জাহান লিটা।

প্রধান বক্তা ছিলেন পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক। এছাড়াও বক্তব্য রাখেন- জেলা প্রশাসক অমল কৃষ্ণ মণ্ডল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, পৌর মেয়র তৌহিদুল ইসলাম।

এ সময় বক্তারা আইন-শৃঙ্খলার উন্নয়ন, বাল্যবিয়ে বন্ধ, মাদক নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধসহ সমাজের শৃঙ্খলা বিরোধী সব কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার করেন।

সমাবেশে জেলার ৫টি উপজেলার ৪৩টি ইউনিয়নের চেয়াম্যান, সদস্য, মুক্তিযোদ্ধা, শিক্ষক, মসজিদের ইমামসহ কমিউনিটি পুলিশিং কমিটির সব সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।