ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সোনাতলায় দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
সোনাতলায় দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়ার সোনাতলায় বন্যায় ক্ষতিগ্রস্ত সাতশ’ দুস্থ পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বগুড়া: বগুড়ার সোনাতলায় বন্যায় ক্ষতিগ্রস্ত সাতশ’ দুস্থ পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
 
সোমবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার তেকানী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ত্রাণ সামগ্রী বিতরণের আয়োজন করা হয়।


 
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল করিম, তেকানী চুকাই নগর ইউপির চেয়ারম্যান অধ্যক্ষ শামসুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. জিয়াউর রহমান, সোনাতলা থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম, ত্রাণ কমিটির প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী মোহসিন উদ্দিন আহমেদ, সিনিয়র কর্মকর্তা আবু বকর সিদ্দিক, প্রকল্প কর্মকর্তা মাওলানা সিরাজুল ইসলাম, প্রকল্প ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ, মাওলানা মনোয়ার হোসাইন মাছুম ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শামীম রাব্বী প্রমুখ।
 
জরুরি ত্রাণ বিতরণ কর্মসূচির আওতায় কুয়েত জয়েন্ট রিলিফ কমিটির (কেজেআরসি) অর্থায়নে ও ব্যবস্থাপনায় এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।


বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
এমবিএইচ/এএটি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।