বরগুনা: বরগুনার তালতলী উপজেলার নলবুনিয়া এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এক ছাত্রীর ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে দেওয়ায় জহির আকন (২৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৪ নভেম্বর) সকালে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
এরআগে রোববার রাতে একই এলাকার ছায়েদ হাওলাদারের ফেসবুক আইডি ব্যবহার করে মেয়েটির ছবি বিকৃত করে তা নলবুনিয়া গ্রামের বিভিন্ন মানুষের মোবাই ফোনে ও ফেসবুক আইডিতে ছড়িয়ে দেয় আকন।
বিষয়টি জানাজানি হলে স্কুলছাত্রীর মা বাদী হয়ে রোববার রাতে তালতলী থানায় জহির আকনের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা করেন।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
এসআর