খুলনা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন খুলনা প্রেসক্লাবের নেতারা।
সোমবার (১৪ নভেম্বর) দুপুরে খুলনা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে তারা মন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেন।
এ সময় মন্ত্রীকে প্রেসক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে স্বরাষ্ট্রমন্ত্রী খুলনা প্রেসক্লাব চত্বরে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য পরিদর্শন করেন।
খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলামের নেতৃত্বে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মকবুল হোসেন মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. রাশিদুল ইসলাম, নির্বাহী সদস্য মল্লিক সুধাংশু, সাবেক সাধারণ সম্পাদক সুবীর কুমার রায় ও সাবেক সদস্য সচিব মো. মুন্সি মাহবুব আলম সোহাগ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
এমআরএম/এএটি/এএসআর