ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।

সোমবার (১৪ নভেম্বর) দুপুরে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আব্দুল গণি (৩৫) ও কুষ্টিয়া সদর উপজেলার থানাপাড়া পলানবক্স মহল্লার বাসিন্দা গহর জামির ওয়ারা (৫৭)।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান বাংলানিউজকে জানান, দুপুরে কুষ্টিয়াগামী একটি বাস একটি নসিমনকে পেছন থেকে ধ‍াক্কা দেয়। এতে নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে চালক আব্দুল গণি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

অপরদিকে, সকালে কুষ্টিয়া-ভেড়ামারা সড়কের রানাখড়িয়া শিমুলতলা এলাকায় নসিমনের ধাক্কায় ইজিবাইক যাত্রী গহর জামির ওয়ারা ঘটনাস্থলেই নিহত হন।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।