ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ায় জহিরুল হক (৪৮) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় কবির হোসেন নামে তার ভাইকে জখম করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় জহিরুল হক (৪৮) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় কবির হোসেন নামে তার ভাইকে জখম করা হয়।

 

সোমবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌর এলাকার দারিয়াপুর রেলগেটের কাছে এ ঘটনা ঘটে।

 

নিহত ব্যবসায়ী সদর উপজেলা পয়াগ গ্রামের বাসিন্দা ও শহরের জগত বাজারের সার ও কীটনাশক ব্যবসায়ী।

নিহতের ভাই কবির হোসেন জানায়, নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে গ্যাসচালিত অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে দারিয়াপুর রেলগেটের কাছে ওৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। এ সময় দুর্বৃত্তরা দুজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এতে তারা গুরুতর আহত হন।

আশঙ্কাজনক অবস্থায় তাদের স্থানীয় লোকজন জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক  জহিরুলকে মৃত ঘোষণা করেন।

কবির হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুর রহমান জানান, ঘটনার পর স্থানীয় লোকজন দুই হামলাকারীকে  আটক করে পুলিশে সোপর্দ করেছে।

পয়াগ গ্রামের সিরাজ মেম্বার ও বসু মিয়ার পক্ষের লোকদের মধ্যে পূর্ব বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা ওসির।

বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।