মুন্সীগঞ্জ: নানা আয়োজনের মধ্য দিয়ে নবান্নকে বরণ করে নিল মুন্সিগঞ্জ জেলা প্রশাসন।
এ উৎসব উদযাপন উপলক্ষে মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় একটি ৠালি বের করা হয়।
জেলা প্রশাসক শায়লা ফারজানার নেতৃত্বে ৠালিটি শুরু হয়ে টেনিস কমপ্লেক্সে এসে শেষ হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রশাসক শায়লা ফারজানা।
এসময় তিনি বলেন, নবান্ন হচ্ছে বাঙালির প্রাণের উৎসব। বাংলার সংস্কৃতিকে যদি আমরা ধারণ ও লালন করি তাহলে আমাদের মধ্যে বৈষম্য আর ভেদাভেদ থাকবে না।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিভিল সার্জন শহিদুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, অধ্যক্ষ মেজর তাওহিদুজ্জামানসহ জেলার শীর্ষ স্থানীয় কর্মকর্তাবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পিঠা উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণমেলায় নানা শ্রেণীপেশার মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহন করে। নাচ, গান, ও কবিতা আবৃত্তির মাধ্যমে প্রাণবন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হয়।
বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
আরএ