ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

কুমিল্লা জেলা পরিষদ নির্বাচন

আ’লীগের মনোনয়ন প্রত্যাশী ইউসুফ মিয়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৪ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
আ’লীগের মনোনয়ন প্রত্যাশী ইউসুফ মিয়া

আসন্ন কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন নুর নাহার স্টিল এন্ড রি-রোলিং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউসুফ মিয়া সবুজ।

চট্টগ্রাম: আসন্ন কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন নুর নাহার স্টিল এন্ড রি-রোলিং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউসুফ মিয়া সবুজ।

কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার ১০নং বক্সগঞ্জ ইউনিয়নের অষ্টগ্রামের বাসিন্দা তিনি।

পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তাফা কামাল, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের আস্থাভাজন হিসেবে পরিচিত ইউসুফ মিয়া রাজনৈতিক জীবনে বর্তমানে কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়কের দায়িত্ব পালন করছেন। এর আগে নাঙ্গলকোট থানা ছাত্রলীগের সহ সাধারণ সম্পাদক, বক্সগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদকেরও দায়িত্ব পালন করেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী ইউসুফ মিয়া- নুর আল মদিনা স্টিল, এনএসআরএম স্টিল মিল, নুর নাহার হোল্ডিং, নুর নাহার ইন্টারন্যাশনাল কার্গো এন্ড কুরিয়ার সার্ভিস, একশ প্লাস ফ্যাশন এন্ড ফেব্রিকসসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক।  

দানবীর ও সমাজহিতৈষী ইউসুফ মিয়া- চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়নের পরিচালকের দায়িত্ব পালন করছেন।  চট্টগ্রাম চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ ও লায়ন্স ক্লাব অফ চিটাগাং এর সদস্য তিনি।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জননেত্রী শেখ হাসিনার আদর্শে উজ্জ্বীবিত হয়ে দেশের কল্যাণে কাজ করে যেতে চান ইউসুফ মিয়া। তাই আসন্ন কুমিল্লা জেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬

এসবি/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।