ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ধর্ষক রুবেলকে ১০ দিনের রিমান্ডের আবেদন পুলিশের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
ধর্ষক রুবেলকে ১০ দিনের রিমান্ডের আবেদন পুলিশের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গারো তরুণী ধর্ষণ মামলার আসামি রুবেলকে দ্বিতীয়বারের মতো গ্রেফতারের পর ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।

‍ঢাকা: গারো তরুণী ধর্ষণ মামলার আসামি রুবেলকে দ্বিতীয়বারের মতো গ্রেফতারের পর ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে গুলশান ডিসি অফিসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গুলশান বিভাগের ডিসি মোস্তাফ আহমেদ।

প্রথমবার ধরার পর আদালত থেকে রুবেলের পালানোর বিষয়ে পুলিশের গাফিলতি রয়েছে কি-না জানতে চাইলে তিনি বলেন, প্রাথমিকভাবে পুলিশের গাফিলতি রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের বিষয়ে তদন্ত প্রক্রিয়াধীন।

মোস্তাক আহমেদ বলেন, এর আগেও রুবেলের বিরুদ্ধে বিভিন্ন ঘটনায় একাধিক মামলা ছিলো। আদালত থেকে পলানোর পর রাজধানীর কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ পর্যন্ত রুবেলের বিরুদ্ধে ছয়টি মামলা হয়েছে।

**গারো তরুণী ধর্ষণ: ফের রুবেল গ্রেফতার

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
এসজেএ/এনটি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।