ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনারোধে মানব‍বন্ধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৩ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনারোধে মানব‍বন্ধন

কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনারোধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

কেরানীগঞ্জ, ঢাকা: কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনারোধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা-সৈয়দপুর সড়কের রুহিতপুর রামেরকান্দা এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রুহিতপুর ড্রাগস অ্যাসোসিয়েশন ও রুহিতপুর ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন এ মানববন্ধনের আয়োজন করে।

এসময় বক্তব্য রাখেন- আব্দুল মোতালেব মাস্টার, ফজলুল হক ভূইয়া, মিয়া আবদুল হান্নান, জাকির হোসেন ও মনির হোসেন ভূইয়া প্রমুখ।

উল্লেখ্য, ২ নভেম্বর রুহিতপুর ড্রাগস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোহাম্মদ তোফাজ্জল হোসেন ভূইয়া ও রুহিতপুর ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের সদস্য সঞ্জিব তালুতদার ও নাহিদ ইসলাম সড়ক দুর্ঘটনায় আহত হন। এর প্রতিবাদে নিরাপদ সড়কের দাবিতে সংগঠন দুইটি এ মানববন্ধনের আয়োজন করে।

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।