ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বড়াইগ্রামে গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
বড়াইগ্রামে গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ী আটক

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় পাঁচ কেজি ওজনের দুইটি গাঁজার গাছসহ শহিদুল ইসলাম (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

নাটোর: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় পাঁচ কেজি ওজনের দুইটি গাঁজার গাছসহ শহিদুল ইসলাম (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৬ নভেম্বর) ভোর রাতে উপজেলার মহিষভাঙ্গা গ্রাম থেকে তাকে আটক করা হয়।

শহিদুল ইসলাম উপজেলার মহিষভাঙ্গা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।

বড়াইগ্রাম থানার উপ পরিদর্শক (এসআই) শহিদুল্লাহ বাংলানিউজকে জানান, শহিদুল গাঁজা ব্যবসায়ী হিসাবে এলাকায় পরিচিত। তিনি নিজ বড়িতে দীর্ঘদিন ধরে গাঁজার চাষসহ মাদক ব্যবসা করতেন। গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে তার বাড়িতে অভিযান চালানো হয়। এসময় পাঁচ কেজি ওজনের দুইটি গাঁজার গাছসহ তাকে আটক করা হয়।

তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান এসআই।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।