ঢাকা, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

জাতীয়

কোর্ট হাজত থেকে পালানো সেই আসামির আত্মসমর্পণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৪ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
কোর্ট হাজত থেকে পালানো সেই আসামির আত্মসমর্পণ

রাজশাহী কোর্ট হাজত থেকে পালানোর তিনদিন পর অবেশেষে মোখলেসুর রহমান নামের সেই আসামি আদালতে আত্মসমর্পন করেছেন।

রাজশাহী: রাজশাহী কোর্ট হাজত থেকে পালানোর তিনদিন পর অবেশেষে মোখলেসুর রহমান নামের সেই আসামি আদালতে আত্মসমর্পন করেছেন।

বুধবার (১৬ নভেম্বর) দুপুর ১টার দিকে রাজশাহীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনি আত্মসমর্পণ করেন।

এ সময় পলাতক ওই আসামি আদালতে জামিনের জন্য আবেদন করেন। কিন্তু শুনানি শেষে আদালতের বিচারক আবদুস সালাম আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

রাজশাহী জেলা কোর্ট পুলিশ পরিদর্শক (সিআই) খুরশিদা বানু কনা দুপুরে বাংলানিউজকে বলেন, তাকে এরইমধ্যে কারাগারে পাঠানো হয়েছে।

কোর্ট পুলিশ পরিদর্শক আরো বলেন, রাজশাহীর পবা উপজেলার জাঙ্গালপাড়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে মোখলেসুর রহমানকে গত শনিবার (১২ নভেম্বর) ১শ’ পিস ইয়াবাসহ আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।

ওই মামলায় আদালতে চালান দেওয়ার জন্য গত রোববার (১৩ নভেম্বর) বিকেলে আসামি মোখলেসুর রহমানকে জেলা কোর্ট হাজতে আনা হয়। কিন্তু গাড়ি থেকে নামিয়ে হাজতে ঢোকানোর সময় সে পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে এই ঘটনায় রাজপাড়া থানায় পৃথক মামলা করা হয়।

এছাড়া ঘটনার পর রাজশাহী জেলা কোর্ট পুলিশের চারজনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

বাংলাদেশ সময়: ১৪৪২ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬

এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।