ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
লক্ষ্মীপুরে ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জাতীয় স্কেলে বেতন ভাতার দাবিতে লক্ষ্মীপুরে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা মানববন্ধন করেছেন।

লক্ষ্মীপুর: জাতীয় স্কেলে বেতন ভাতার দাবিতে লক্ষ্মীপুরে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা মানববন্ধন করেছেন।

বুধবার (১৬ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা জানান, দেশে পাঁচ হাজার ৩২৯টি মাদ্রাসা রয়েছে। এসব মাদ্রাসায় ২৬ হাজার ৬৪৫জন শিক্ষক নিয়োজিত রয়েছেন। গত ২৯ বছর ধরে তারা বেতন-ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন। এজন্য আগামী ডিসেম্বর মাসের মধ্যে জাতীয় স্কেলে বেতন-ভাতার জন্য তারা সরকারের কাছে দাবি জানান।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

এসময় বক্তব্য রাখেন- বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতির লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি মওলানা আবদুর রহিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ ছাইফুল্লাহ হেলাল, শিক্ষক মো. মুরাদ হোসেন, আবুল কালাম আজাদ, নিজাম উদ্দিন, শিক্ষিকা রেহানা আক্তার ও নেপি রানী দাস প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।