ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৯ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
রাজশাহীতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী জেলা বিএনপির সহসভাপতি খন্দকার মাইনুল ইসলামের (৬১) রহস্যজনক মৃত্যু হয়েছে।

রাজশাহী: রাজশাহী জেলা বিএনপির সহসভাপতি খন্দকার মাইনুল ইসলামের (৬১) রহস্যজনক মৃত্যু হয়েছে।

বুধবার (১৬ নভেম্বর) দুপুরে নিজ বাড়িতে পিস্তলের গুলিতে মারা যান তিনি।

মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মাইনুল ইসলাম জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও প্রথম শ্রেণীর ঠিকাদার ছিলেন।

বিকেল সাড়ে ৩টার দিকে রাজশাহী রাজপাড়া থানার কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ বাংলানিউজকে জানান, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে মনে হলেও বিষয়টি তদন্ত করে দেখা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
এসএস/এএটি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।