ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় শিশু হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
কুমিল্লায় শিশু হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুমিল্লায় সিহাব (৯) নামে একটি শিশু হত্যা মামলায় দু’জনকে  মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।  

কুমিল্লা: কুমিল্লায় সিহাব (৯) নামে একটি শিশু হত্যা মামলায় দু’জনকে  মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।  

 

আসামিদের উপস্থিতিতে বুধবার (১৬ নভেম্বর) বিকেলে কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-এক এর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আজিজুর রহমান এ রায় দেন।

দণ্ডাদেশ প্রাপ্তরা হলেন-নয়ন (২০) ও রবিন (২১)। এছাড়া এ মামলার অপর দুই ‍আসামি শিশু হওয়ায় তাদের বিচার শিশু আদালতে বিচারাধীন।

আদালত সূত্র জানায়, সদরের শিমপুর এলাকার নজরুল ইসলামের ছেলে রাশেদুল ইসলাম সিহাব স্থানীয় বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়তো। ওই চারজন ২০১৩ সালের ২৭ জানুয়ারি শিশুটিকে বাড়ি থেকে ডেকে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে তার মরদেহ পানির ট্যাংকের মধ্যে ফেলে দেন তারা। দুইদিন পর পুলিশ ট্যাংক থেকে মরদেহ উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
এজি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।