ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সৈনিকলীগ নেতা হত্যার বিচার দাবিতে রূপগঞ্জে মানববন্ধন

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
সৈনিকলীগ নেতা হত্যার বিচার দাবিতে রূপগঞ্জে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকার সৈনিকলীগের সভাপতি তারা মিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকার সৈনিকলীগের সভাপতি তারা মিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী।

বুধবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলার মঠেরঘাট এলাকার রূপগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করে ফাঁসি দেওয়ার দাবি জানান।

উল্লেখ্য, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি তারা মিয়াসহ তার লোকজনের সঙ্গে অপর আওয়ামী লীগ নেতা আইবুর মিয়া, আক্তার হোসেন চুন্নু, বিল্লাল মুন্সী, শিপনসহ তাদের বেশ কয়েকজনের সঙ্গে বিরোধ চলছিলো। এর জের ধরেই গত সোমবার (০৭ নভেম্বর) দুপুরে দুই গ্রুপের সংঘর্ষ বাধে। সংঘর্ষে তারা মিয়াসহ অন্তত ২০ জন আহত হন।

গুরুতর আহত অবস্থায় তারা মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।