ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে ঠিকাদার কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে ঠিকাদার কারাগারে

রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে উদয় শংকর (৬০) নামে এক ঠিকাদারকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রাঙামাটি: রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে উদয় শংকর (৬০) নামে এক ঠিকাদারকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

 

বুধবার (১৬ নভেম্বর) দুপুরে তিনি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোকন উদ্দীন কবির জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আগামী ২৮ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) রাঙামাটি শাখার উপ-সহকারী পরিচালক সৈয়দ নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় গ্রামীণ উন্নয়ন প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে প্রকৌশলী (সওজ) জিয়াউল হক দুলাল, সহকারী প্রকৌশলী (সওজ) রাশেদুজ্জামান ও ঠিকাদার উদয় শংকরের বিরুদ্ধে চলতি বছরের ৮ মার্চ বাঘাইছড়ি থানায় একটি মামলা দায়ের করে দুদক।

এ মামলার প্রধান দুই আসামি জিয়াউল হক ও রাশেদুজ্জামান জামিন পেলেও উদয় শংকর দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। আজ তিনি আদালতে হাজির হয়ে জামিন ‍আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
এজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।