ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

নন্দীগ্রামে বিভিন্ন যানবাহন চালকের জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
নন্দীগ্রামে বিভিন্ন যানবাহন চালকের জরিমানা

বগুড়ার নন্দীগ্রামে বগুড়া-নাটোর মহাসড়কের কৈগাড়ী মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন ক্রটির অভিযোগে ২২টি যানবাহন চালককে জরিমানা করা হয়েছে।

বগুড়া: বগুড়ার নন্দীগ্রামে বগুড়া-নাটোর মহাসড়কের কৈগাড়ী মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন ক্রটির অভিযোগে ২২টি যানবাহন চালককে জরিমানা করা হয়েছে।

বুধবার (১৬ নভেম্বর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফুন্নেসার ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।

প্রায় ৩ ঘণ্টা ধরে এ অভিযান চালানো হয়।
 
সন্ধ্যায় অভিযানে অংশ নেওয়া নন্দীগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুজ্জামান সরদার বাংলানিউজকে বলেন, অভিযানকালে নম্বরবিহীন যানবাহন, গাড়ির ফিটনেস, ড্রাইভিং লাইসেন্স না থাকায় পিকআপ, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলসহ মোট ২২টি যানবাহন চালকের ছয় হাজার ৭শ’ টাকা জরিমান করেন ভ্রাম্যমাণ আদালত।
 
বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
এমবিএইচ/জিপি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।