ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সাবেক সেক্রেটারির মৃত্যুতে চট্টগ্রাম সমিতি-ঢাকা’র শোক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
সাবেক সেক্রেটারির মৃত্যুতে চট্টগ্রাম সমিতি-ঢাকা’র শোক

জীবনসদস্য ও সাবেক ট্রাস্ট সেক্রেটারি বীরমুক্তিযোদ্ধা এস.এম. ইউসুফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে চট্টগ্রাম সমিতি-ঢাকা।

ঢাকা: জীবনসদস্য ও সাবেক ট্রাস্ট সেক্রেটারি বীরমুক্তিযোদ্ধা এস.এম. ইউসুফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে চট্টগ্রাম সমিতি-ঢাকা।

বুধবার (১৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সভাপতি মো. আবদুল করিম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন সমিতির পক্ষে এ শোকবাণী জানান।

এতে মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে (বাদ জোহর) জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠেয় তার নামাজে জানাজায় সমিতির সদস্যদের উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এর আগে মঙ্গলবার (১৫ নভেম্বর) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এস.এম. ইউসুফ।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।