ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

গোবিন্দগঞ্জে সাঁওতাল পল্লী পরিদর্শনে ভারতের সহকারী হাই কমিশনার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
গোবিন্দগঞ্জে সাঁওতাল পল্লী পরিদর্শনে ভারতের সহকারী হাই কমিশনার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ক্ষতিগ্রস্ত সাঁওতাল পল্লী পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার অভিজিৎ চট্টপাধ্যায়।

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ক্ষতিগ্রস্ত সাঁওতাল পল্লী পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার অভিজিৎ চট্টপাধ্যায়।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলার সাঁওতাল অধ্যুষিত মাদারপুর ও জয়পুরপাড়া পরিদর্শন করেন তিনি।

এসময় তিনি ক্ষতিগ্রস্ত সাঁওতালদের খোঁজ খবর নেন।

এসময় অনেকের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হান্নান ও গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
আরবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।