ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

রংপুরে দেয়াল ধসে দুই শিশু নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৬ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
রংপুরে দেয়াল ধসে দুই শিশু নিহত

রংপুরের রবার্টসনগঞ্জ এলাকায় দেয়াল ধসে আয়াত আলী (০৪), রুহুল আমিন অর্ণব (৭) নামে দুই শিশু নিহত হয়েছে। শুক্রবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

রংপুর: রংপুরের রবার্টসনগঞ্জ এলাকায় দেয়াল ধসে আয়াত আলী (০৪), রুহুল আমিন অর্ণব (৭) নামে দুই শিশু নিহত হয়েছে।

শুক্রবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএ জাহিদুল ইসলাম বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেন।

তিনি বলেন, রংপুর মহানগরীর রবার্টসনগঞ্জে একটি পরিত্যাক্ত ক্লাবঘরের দেয়াল ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে। একটি রিকশা-ভ্যান ক্লাবঘরের পাশ দিয়ে যাওয়ার সময় পুরাতন ওই ঘরের দেয়ালে ধাক্কা লেগে দেয়াল ধসে পড়ে দুই শিশুর ওপর পড়ে।

এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক অয়নকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় রুহুল আমিন অর্ণবও মারা যায়।

বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬/আপডেট: ১৭৪২ ঘণ্টা
আরআইএস/আরআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।